ইউটিউব হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম। এটি ২০০৫ সালের ১৫ ফেব্রুয়ারীতৈ ইউটিউব টি কম ডোমেইন রেজিস্ট্রেশন করে যাত্রা শুরু করলেও সর্ব প্রথম ভিডিও আপলোড করেন একজন কো-ফাউন্ডার বাংলাদেশী বংশদ্ভত জাবেদ করিম, এপ্রিল ২০০৫ সালে। মে ২০০৫ সালে প্রতিষ্ঠানটি তাদের বেটা ভার্সন রিলিজ করলেও পরবর্তীতে ১৫ই ডিসেম্বর ২০০৫ সালে অফিসিয়ালী যাত্রা শুরু করে। ২০০৬ সালে ইউটিউবকে ১.৬৫ বিলিয়ন ডলারের বিনিময়ে একুইজিশন করে নেয় আরেক ইন্টারনেট জায়ান্ট গুগোল।
বর্তমানে ইউটিউব এর ব্যবহার কারীর সংখ্যা প্রায় ২ বিলিয়ন এর উপরে। ইউটিউব প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেল এর মাধ্যমে ভিডিও মার্কেটিং করে পন্য বা সেবা বিষয়ক অফার খুব সহজেই পৌছে দেয়া সম্ভব মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে।
ডিজিটাল মার্কেটিং ৪.০ সিরিজ ট্রেনিং এর ইউটিউব মার্কেটিং মডিউলে আমি মোফাচ্ছেল আপনাদের কে স্বাগতম জানাচ্ছি। ইউটিউব চ্যানেল তৈরি করা, চ্যানেল সাজানো, ভিডিও তৈরি করা, ভিডিও এবং সাউন্ড এডিটিং করা, আপলোড ও অপটিমাইজ করা, ভিডিও মার্কেটিং করা, বিভিন্ন ধরনের মনিটাইজেশন বিষয়ক বিস্তারিত নিয়ে এই মডিউলটি সাজিয়েছি। আশা করছি এই মডিউলটি আপনাকে ইউটিউবার হিসাবে প্রফেশনাী কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে ইনশাআল্লাহ।